মোঃ শাহাজাদা হিরা: আজ ৩১ অক্টোবর ২০১৮ তারিখ ১২ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে নগরীর রুপাতলী এলাকা থেকে দুই জন ভুয়া ডাক্তার আটক করা হয়।
তারা হলেন কে.এম শহিদুল ইসলাম, পিতা-আব্দুস সালাম খান, গ্রাম ও ডাকঘর- জাগুয়া, উপজেলা- বরিশাল সদর, জেলা বরিশাল। উক্ত আইনের ২৮ ধারায় প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে ভুল চিকিৎসক হিসেবে মিথ্যা বা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করার অপরাধে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। এবং মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মোঃ ইউসুফ আলী হাং, গ্রাম ও ডাকঘর- তারুয়া, উপজেলা ও জেলা-ঝালকাঠী কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সিভিল সার্জন, বরিশাল এর প্রতিনিধি ডাঃ মুন্সি মুবিনুল হক, মেডিকেল অফিসার, এবং র্যাব-৮, বরিশাল এর সিনিয়র সহকারী পরিচালক, জনাব মোঃ হাছান আলী সহ ফোর্সসহ উপস্থিত ছিলেন।