বুধবার , ৩১ অক্টোবর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

উদাহরণ সৃষ্টি করলেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ্ :

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ৩১, ২০১৮ ১২:৫১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক| নিজ স্ত্রীর জমিতে গড়ে ওঠা অবৈধ ভবন নিয়ম না মেনে ভেঙে ফেলায় বিসিসির কর্মকর্তাদের হুশিয়ারী।নগরীর ৭ নং ওয়ার্ডের বর্মন রোডে নিয়ম অমান্য করে নির্মানাধীন ভবনের অংশ ভেঙে ফেলায় বিসিসির কর্মকর্তাদের হুশিয়ারী দিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

বিসিসি সূত্রে জানা যায় বিগত ছয় মাস পূর্বে বর্মন রোডে মেয়র সাদিক আবদুল্লাহর সহ ধর্মীনি লিপি আবদুল্লাহর পৈত্রিক জমির অংশে পাশের ভবনের মালিক অবৈধ ভাবে তার ভবন নির্মান করেন।

বিষয়টি তাৎক্ষনিক লিপি আবদুল্লাহর মা বিসিসির সাবেক মেয়র আহসান হাবীব কামালকে লিখিতভাবে অভিযোগ করেন। বিসিসি কর্তৃপক্ষ তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগের সত্যতা পায়। কিন্তু তখনকার মেয়রের দায়িত্বে থাকা কামাল ভবনটির অবৈধ অংশ ভাঙার কোন পদক্ষেপ নেননি। কিন্তু বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নির্বাচিত হওয়ার পর গত ২২ অক্টোবর শপথ নিয়ে দায়িত্ব গ্রহনের আগের দিন পরিকল্পিতভাবে ভবনটির অবৈধ অংশ ভেঙে ফেলেন বিসিসি কর্তৃপক্ষ। ভবনটি ভাঙা সম্পর্কে বর্তমান মেয়রকে কোন ধরনের তথ্য দেয়া বা অবহিত করা হয়নি।

তাই মঙ্গলবার বিষয়টি জানতে পেরে মেয়র নিজেই বর্মন রোডের ওই ভবনটির ভেঙে ফেলা অংশ পরিদর্শন করেন। এসময় তিনি বিসিসির কর্মকর্তাদের হুসিয়ারী দিয়ে বলেন অবৈধভাবে নির্মানাধীন যে কোন ভবনই বিসিসি কর্তৃপক্ষ নিয়ম মেনে ভাঙার বিধান রয়েছে। কিন্তু উদ্দেশ্য প্রনোদিত ভাবে বা তাকে খুশি করার জন্য কোন ভবন ভেঙে বিতর্ক সৃষ্টি করা যাবেনা।

এসময় মেয়র সংশ্লিস্ট কর্মকর্তাদের পুনরায় ওই ভবনের সঠিক তদন্ত করার জন্য বিসিসি সচিব, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন ও সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম এর সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করার নির্দেশ দেন।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি