সময়ের সবচেয়ে বড় বাজেটের ওয়েব সিরিজ নির্মিত হতে যাচ্ছে ‘ইন্দুবালা’। এমনটাই দাবি এর নির্মাতা অনন্য মামুনের। এরইমধ্যে শেষ পর্যায়ে অনলাইন চলচ্চিত্রটির শুটিং।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। এতে আরও অভিনয় করেছেন এবিএম সুমন, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইমতু, মিষ্টি প্রমুখ। এই সিরিজের মাধ্যমে এক বছরের বিরতির পর আবার ক্যামেরার সামনে দাড়ালেন চিত্র নায়িকা আচঁল।
এদিকে এই ওয়েব সিরিজে চমক হিসেবে যুক্ত হলেন কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী। টালিগঞ্জের জনপ্রিয় সিনেমা ‘প্রাক্তন’-এ ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এরপর বেশ কয়েকটি শো করতে তিনি এসেছেন এদেশে। মাতিয়ে গেছেন শ্রোতাদের। তবে বাংলাদেশি কোনো নির্মাণের সঙ্গে এই প্রথম তার যুক্ত হওয়া।
‘তোকে মিথ্যে হলেও ছুঁই’ শিরোনামে গানটির কথা লেখার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনা করেছেন দোলন মৈনাক। গানটি নিয়ে ইমন চক্রবর্তী বলেন, ‘আমি বাংলাদেশে অনেক শো করেছি। কিন্তু ফিল্ম বা কোনো ওয়েব সিরিজে আমার কাজ করা হয়নি। এটাই প্রথম। আমি ইন্দুবালার গল্পটা শুনেছি, গল্পটা অনেক আধুনিক। তার সঙ্গে গানটিও বেশ ভালো লাগবে সবার।’
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আমি ওয়েব সিরিজ দিয়ে বাইরে ডিজিটাল মার্কেটটা ধরার চেষ্টা করছি। তাই ইমন চক্রবর্তীকে দিয়ে এই গানটা করিয়েছি। সুন্দর কথার গানটি সবার ভালো লাগবে বলে আশা করছি।’
ইনোভেট সোলিউশনের প্রযোজনায় অ্যাপস “সিনেস্পট” এ আগামী নভেম্বরে মুক্তি পাবে ‘ইন্দুবালা’।