জনপ্রশাসনে চার সচিব ও সমপর্যায়ের পদে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর মধ্যে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মাকছুদুর রহমান পাটোয়ারীকে ভূমি মন্ত্রণালয়ে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এন সিদ্দীকা খানমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব এবং সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
(Visited ২ times, ১ visits today)