শনিবার , ২৭ অক্টোবর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শবনম ফারিয়ার আঙুল ভেঙেছে

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ২৭, ২০১৮ ৭:৪৩ অপরাহ্ণ

‘দেবী’ ছবির প্রচারণার কাজ করে গতকাল শুক্রবার রাতে বাসায় ফেরেন শবনম ফারিয়া। সিঁড়িতে আলো নেভানো ছিল। অসাবধানতাবশত হঠাৎ পা পিছলে পড়ে যান। হাতে মারাত্মক ব্যথা পান। তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসক জানান, তাঁর ডান হাতের আঙুল ভেঙে গেছে। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। ২১ দিন হাতের নড়াচড়া করতে পারবেন না। এরপর আবার পরীক্ষা করা হবে। আজ শনিবার দুপুরে মুঠোফোনে এমনটাই জানালেন শবনম ফারিয়ার মা। এ সময় শবনম ফারিয়া বাসায় ঘুমাচ্ছিলেন।

এর আগে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আঙুল ভাঙার খবর জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমাদের শুটিংয়ে একটি কথা প্রচলিত আছে, “প্রপস” ভাঙলে নাকি নাটক/সিনেমা হিট। “দেবী” তো এমনিতেই হিট। কিন্তু সুপারহিট বানানোর জন্য আমি আমার একটি আঙুলই ভেঙে ফেললাম। এবার ব্লকবাস্টার হিট হওয়ার হাত থেকে “দেবী”কে কেউ বাঁচাতে পারবে না!’

শবনম ফারিয়া আরও লিখেছেন, আগামী ২১ দিন হাত ঠিক হওয়ার আগে কোনো শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

অনম বিশ্বাস পরিচালিত এবং জয়া আহসান প্রযোজিত ও অভিনীত সরকারি অনুদানের ছবি ‘দেবী’তে অভিনয় করেছেন শবনম ফারিয়া। এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য।

‘দেবী’ ছবি মুক্তি পাওয়ার পর শবনম ফারিয়া বলেন, ‘এই মাসে কোনো কাজ করছি না। নাটকের শুটিং থেকে পুরোপুরি ছুটি। তিন মাস ধরে কোনো কাজ করছি না। এই সময়টা “দেবী” ছবির প্রচারণার জন্য রেখে দিয়েছি। এখন বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘোরাঘুরি, বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকা, এখনো যাঁরা ছবিটি দেখতে আসছেন না, তাঁদের জানানো। এটাও তো কাজের একটা অংশ। দায়িত্বের মধ্যে পড়ে।’

‘দেবী’ ছবির সাফল্য এবং দর্শকদের প্রতিক্রিয়া দেখে শবনম ফারিয়া বলেছেন, ‘অনুপ্রাণিত হচ্ছি, আত্মবিশ্বাসও বাড়ছে।’ আরও বললেন, ‘যদি বলা হয়, বছরে পাঁচটা সিনেমা করতে হবে, তাতেও সমস্যা নেই। দরকার হলে নাটক বন্ধ করে সিনেমাই করব। আর ভালো সিনেমা যদি না পাই, “দেবী”তে যে প্রশংসা পাচ্ছি, তা নিয়েই খুশি থাকব। আর কোনো সিনেমা করব না।’

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি