ভান্ডারিয়া প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা বাংলাদেশ ইসলামি ব্যাংক লিঃ ভান্ডারিয়া শাখার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক এর আয়োজনে ইসলামী ব্যাংক শাখার সভা কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বরিশালের ডিপি ও শাখা প্রধান সরোয়ার হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের উপ- মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ- পরিচালক সজীব কুমার দাস,
ইসলামি ব্যাংকের ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মোবাশ্বের, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাম খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন প্রমুখ। এ সভায় ব্যবসায়ীবৃন্দ, ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
(Visited ১ times, ১ visits today)