দেশের চলচ্চিত্র জনপ্রিয় তারকা সাইমন ও মাহি এখন ‘জান্নাত’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মানিকগঞ্জের হরিরাম পুরের গুনেরপুটি গ্রামে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।
গতকাল শুক্রবার দেখা গেলো পুরোনো এক বট গাছের নিচে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন এই তারকা জুটি। সুদীপ কুমার দীপের লেখা গানটি গেয়েছেন আরেফিন রুমি। গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন সাইমন-মাহি।
এর কিছুক্ষন আগেই খোলা মাঠের মধ্যে শুটিং হয়েছে গানটির। পেঁয়াজ রসুনের ক্ষেত। মাঠের সরু আইল ধরে মাহিকে নিয়ে সাইকেল চালাচ্ছেন সাইমন। সাইমন-মাহির শুটিং দেখার জন্য ভিড় করেছেন হাজারো মানুষ।
ছবিটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘মানিকগঞ্জে টানা ১২ দিন শুটিং করছি। সিনেমার শতকরা ৬০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে।’
ছবিটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান।চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিটির বাকি অংশের শুটিং হবে রাজশাহীতে।