বৃহস্পতিবার , ২৫ অক্টোবর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সীমাহীন নির্যাতন, তবুও সমাবেশ সফল : মান্না

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ২৫, ২০১৮ ১:২৮ পূর্বাহ্ণ

এমন কোনো হেন কাজ নেই যা সরকার দলের লোকেরা করেনি। মিছিলে বাধা, মারপিট, গ্রেফতার, শীর্ষ নেতাদের অপদস্থসহ নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সমাবেশের পরও অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে। সরকারের এই আচরণের নিন্দা জানানোর ভাষা নেই। সীমাহীন নির্যাতন, তবুও সমাবেশ সফল।

বলছিলেন, নাগরিক ঐক্যের আহ্ববায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ নিয়ে কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মান্না।

তিনি বলেন, আমরা সফল হয়েছি। মানুষের ঢল নেমেছিল সমাবেশে। মুক্তিকামী মানুষের উপস্থিতিই প্রমাণ করে শেখ হাসিনা সরকারের দিন শেষ। তার পতনের ঘণ্টা বেজে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা।

মান্না বলেন, সমাবেশের তারিখ ঘোষণার পর থেকেই ‍পুলিশ সিলেটে গ্রেফতার শুরু করেছে। গতরাতে গণহারে গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করেছিল। সকাল থেকেই সিলেটগামী পরিবহন আটকে দেয়া হয়। আওয়ামী লীগের পাশাপাশি পুলিশও নানা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এত বাধা সত্ত্বেও মানুষ বাঁধভাঙার আওয়াজ তুলে আমাদের কর্মসূচিতে যোগ দিয়েছে। সমাবেশে উপস্থিতি দেখেই সরকারের ভীত নড়ে গেছে। এ কারণেই সমাবেশের পর ৫০ জনেরও অধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

তিনি বলেন, প্রথম সমাবেশের বার্তা হচ্ছে সরকারের পতন যত দ্রুত হবে, তত দ্রুত মিলবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন নয়। আর জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা এখন ঐক্যবদ্ধ। সরকার চাইলেই আর কোনো ষড়যন্ত্র দিয়ে অধিকার আদায়ের আন্দোলন দমাতে পারবে না।

বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আজমল বকত সাদেকের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত