মোঃ শাহাজাদা হিরা.
সিনিয়ার স্টাফ রির্পোটার.
জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চলগুলোর মধ্যে বরিশাল বিভাগ অত্যন্ত ঝুঁকির্পূর্ণ। উপকূলীয় অঞ্চল হওয়ায় নদী ভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বরিশাল বিভাগের মানুষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হবেন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ অঞ্চলের মানুষগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। তারই অংশ হিসাবে গতকাল শনিবার ১১ ফেব্রুয়ারি নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে “নিরাপদ বিশব সবুজ অরন্য নিশ্চিত করবে দুর্জয় তারুন্য” স্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে ২দিন ব্যাপী ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব সম্মেলন’। পরিবেশ অধিদপ্তর এবং ইউনিসেফ এ আয়োজনে সকাল ১০টায় বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। শুরুতেই প্রায় ৪০ যুব ও যুবতীর একটি সাইকেল র্যালী বের করায় হয় নগরীতে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের এমপি তালুকদার মো. ইউনুস। যুব সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. গাউস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নজরুল ইসলাম, ইউনিসেফ এর বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ। জলবায়ু বিশেষজ্ঞ বিসিএএস ফেলো ড. গোলাম রব্বানী জানান এর আগে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সংগঠক শাকিলা ইসলাম ও সোহানুর রহমানসহ অন্যরা । সম্মেলনে বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় পাঁচ শত কিশোর-কিশোরী, যুব সম্প্রদায় অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও ছিল সাইকেল র্যালি ও জলবায়ুর প্রভাব সম্পর্কিত ফটো গ্যালারী ও সাক্ষরতা ক্যাম্পেইন। সম্মেলনে জলবায়ু বিশেষজ্ঞ বিসিএএস ফেলো ড. গোলাম রব্বানী জানান, প্রথম অবস্থায় বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বলছিলেন জলবায়ু পরির্বতনের প্রভাব ফেলবে। কিন্তু এখন এর বাস্তবতা প্রকাশ পাচ্ছে। দ্রুত তাপমাত্রা পরির্বতিত হচ্ছে। দিনে দিনে সুপেয় পানির অভাব দেখা দিবে বিভিন্ন দেশে। এর নিয়ন্ত্রন করা যাবে না, তবে মোকাবেল করে এর ক্ষতি কমিয়ে আনতে হবে। এ দিকে লবনক্ততার হার বাড়ছে। সমুদ্র থেকে নদী-নালা ও মাটিতেও ছড়াচ্ছে। আউস ও বোর ধান উৎপাদনও ৩ দশমিক ৩ ভাগ কমে যাবে। জলবায়ু পরির্বতনের ফলে ম্যালেরীয়া, ডায়রীয়া, ডেঙ্গু, কালা-ঝর, বৃদ্ধি পাচ্ছে। আর এ সবের বেশী প্রভাব পড়ছে গ্রামীন জনপথে। পরে নগরীর পাবলিক স্কয়ারে জলবায়ূ পরির্বতনের ফলে বিভিন্ন চিত্রের ৪০টি আলোকচিত্র প্রদশর্নীর উদ্বোধন করা হয়। বেলা ২ টায় বিডিএস মিলানায়তনে দুইটি ভ্যানুতে দুইটি সেশন অনুষ্ঠিত হয়। যার একটি হচ্ছে যুব সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা। বিকেলে অশ্বিনী কুমার হলে জলবায়ূ অর্থায়নে সুশাসন বিষয়ক মতবিনিময় সভা টিআইবি ও সনাকের আয়োজনে অনুষ্ঠিত হয়।