রিপোর্ট : জাকারিয়া আলম দিপু :
জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর বরিশাল বুলস ও জাতীয় টেষ্ট দলের অধিনায়ক মুশফিক সর্ম্পকে যা যা বললেন, তা আসিফ আকবর এর ফেসবুক পেইজ থেকে পাঠকের স্বার্থে কপি করে দেয়া হলো|
আসিফ যা বললেন;
২০০৭ সালে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের পক্ষে সমর্থক হিসেবে আমরা ক’জন কলম্বোয় ছিলাম । হোটেল তাজ সমূদ্রা’য় আমাদের টিমের অবস্থান,আমরা ছিলাম কলম্বো ওয়ান গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেলে । সন্ধ্যা হয়ে আসলে আমরা চলে যেতাম তাজ সমূদ্রায় , আমাদের কুমিল্লার সন্তান ফয়সাল হোসেন ডিকেন্স তখন বাংলাদেশ দলে খেলে, জাভেদ ,আশরাফুল, মাশরাফিরা তো আছেই । সন্ধ্যায় স্নূকার টূর্নামেন্ট হতো, পাকিস্তানী শ্রীলংকান ক্রিকেটাররাও থাকতো ।
একটা ছোট্ট ছেলে নাম মুশফিকুর রহিম, বিনয়ের অবতার, নয়টা বাজতেই ডিনার শেষ করে রুমে চলে যেতো ঘুমানোর জন্য। তাকে দেখিনি হট্টগোলে মিশে যেতে, শুরু থেকেই ডিসিপ্লিন লাইফ। আজকের মুশি এবং তখনকার মুশির মধ্যে আচরন গত কোন পার্থক্য নেই । গতকাল রাতে তাকে দেখলাম নয়টা বাজার আগেই ডিনার শেষ করে বাসায় চলে গেলো, তবে তার আগে আমাদের সুন্দর কিছু মূহুর্ত খুবই উপভোগ্য ছিলো ।
গতকাল বরিশাল বুলসের জার্সি বুঝিয়ে দেয়া হয়েছে প্লেয়ারদের । মিঃ ডিপেন্ডেবল মুশফিক এবার বুলসের কাপ্তান । ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেষ্ট জয়ের পর বেশ ফুরফুরে আছেন বগুড়ার এই লিটল মাষ্টার । অনেক দিন মাঠে যাওয়া হয়না তাই দেখা সাক্ষাত নেই । কাল দেখা হতেই দাঁড়িয়ে ঊঠে সজোরে বললো আসিফ ভাই, কোলাকুলি করলাম ক্যাপ্টেনের সাথে। বিশেষ তথ্য – মুশফিককে যতই আমরা গম্ভীর মনে করি সে আসলে তা না, অনেক মজার ছেলে । শুভকামনা বরিশাল বুলস, শুভকামনা মুশফিক, জয় হোক ক্রিকেটের !!! ভালবাসা অবিরাম …
ছবি – নবীন
,: