ঢাকায় প্রায় তিন শ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। সোমবার রাত পৌনে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। ফায়ার সার্ভিস সূত্র বলছে, যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
বিমানবন্দর সূত্র বলছে, কাতারের উদ্দেশে সোমবার সন্ধ্যায় ওই উড়োজাহাজটি উড্ডয়ন করে। এরপর উড়োজাহাজের পেছনের দুটি চাকায় ত্রুটি দেখা দেয়। পরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘আমরা ও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত ছিলাম। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
(Visited ১ times, ১ visits today)