হতদরিদ্র রিক্সা চালকের ছেলে মেধাবী ছাত্র সাগর’র পাশে দাঁড়ালেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।
বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের রিক্সা চালক সেলিম হোসেন’র ছেলে মোঃ সাগর হোসেন চলতি বছর অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরিক্ষায় কৃতকার্য হয়েছেন। তার মেধাক্রম ১০০৮। পিতা সেলিম হোসেন একজন হত-দরিদ্র রিক্সা চালক। মোঃ সাগর হোসেন মেডিকেলে চান্স পেলেও টাকার অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছিল না। তার পিতা একজন হতদরিদ্র রিক্সা চালক বিধায় ভর্তির টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব ছিলোনা।
বরিশাল জেঞ্জ ডিআইজ মোঃ শফিকুল ইসলাম এমন সংবাদ পাওয়ার পরে মোঃ সাগর হোসেনকে তার অফিসে ডেকে শুভেচ্ছা জানান, তার সাথে কথা বলেন, সাহস দেন এবং ভর্তির সমূদয় খরচের দায়িত্ব নেন। মেডিকেলে ভর্তির সমস্ত ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেন।
মোঃ সাগর হোসেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর হাইস্কুলের ছাত্র ছিলো। বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।