অভাব
………আর-এম
কারো আছে টাকার অভাব
কারো অভাব সুখে,
সবাই আমরা আভাবি লোক
শুধু বলিনা কেউ মুখে ।
যে ধনির কোটি টাকা
হাজার বাড়ি-গাড়ী,
তাহার মনেও চলতে থাকে
দুঃখের আহাজারি।
সবাই আমরা মিথ্যে সুখের
মুখোশ পড়ে থাকি,
আসলে কারো কাছে দুঃখ যেতে
নাইরে এখন বাকি
(Visited ৯ times, ১ visits today)