বরগুনায় জিহাদি বই,একটি রিভালবার ও ৪ রাউন্ড গুলিসহ হাসান নামের এক জনকে আটক করেছে র্যাব।
রবিবার বেলা ২ টার দিকে বরগুনার টাউনহলে একটি কম্পিউর কম্পোজ ও ফটোকপির দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৮ সদস্যরা।
এর আগে বরগুনার খেজুরতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান করে র্যাব। অভিযান চলাকালে দোকানটির দরজা বন্ধ করে রাখে র্যাব সদস্যরা। এ সময় মৌখিক ভাবে তারা জানায় দোকানের ভিতর থেকে একটি রিভালবার,৪ রাউন্ড গুলি ও জিহাদি বই পেয়েছে তারা। তাদের উর্ধতন কর্মকর্তাতারা ঘটনাস্থলে এসে মিডিয়া কর্মিদের সাথে কথা বলবে। তবে কিছুক্ষন পরে হাসানকে দ্রুত গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
স্থানীয়রা জানান, হাসান প্রায় ৮ বছর ধরে টাউনহল এলাকার বিভিন্ন স্থানে কম্পিটার কম্পোজ ও ফটোকপির দোকান চালিয়ে আসছে। রেডক্রিসেন্ট প্লাজার সামনে যে দোকানটি থেকে আটক করা হয়েছে সে দোকানেও প্রায় ৫ বছর ধরে একি কাজ করে আসছে। তবে কাজের মধ্যে যুক্ত হওয়ার পরে তাকে ধর্মভিরু হতে দেখেছে সবাই। প্রতি ওয়াক্ত নামাজ আদায়সহ সব সময় পাঞ্জাবী ও টুপি পরতো সে। আটক হাসানের বাড়ি বরগুনার টাউনহল এলাকায়।