প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতুর নাম হবে শেখ হাসিনা পদ্মা সেতু। ইতোমধ্যে পদ্মা সেতুর মূল কাজের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। সার্বিক ৫৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা পৌনে ২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা প্রান্তের সিনোহাইড্রোর জাজিরা ঘাটে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ১৩ অক্টোবর পদ্মা সেতুর সার্বিক ৬০ ভাগ কাজ সম্পন্ন হবে। আর এই ৬০ ভাগ কাজের মধ্যে পদ্মা সেতুর মাওয়া থেকে মাদারীপুরের ভাঙ্গা পর্যন্ত অ্যাপ্রোচ সড়ক, ১ হাজার ৩০০ মিটার নদী রক্ষা কাজ, রেলের পদ্মা সেতুতে রেলওয়ে বক্স স্ল্যাব, ছয় লেন অ্যাপ্রোচ রোডের (আগামী ১৩ অক্টোবর শনিবার) শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ সঠিক সময় সম্পন্ন হত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরি হচ্ছে।
এ সময় শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।