বৃহস্পতিবার , ২০ সেপ্টেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২০, ২০১৮ ৭:৫২ অপরাহ্ণ

জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনেও রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এবার প্রধানমন্ত্রী নিউইয়র্কে দু’টি বিশেষ সম্মানজনক পুরস্কারও গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শুক্রবার নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। নিউইয়র্কে যাওয়ার পথে তিনি লন্ডনে দু’দিন যাত্রা বিরতি করবেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছিলেন। তার ধারাবাহিকতায় এবারের অধিবেশনেও প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।

তিনি জানান, রোহিঙ্গা সংকট ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, নিরাপদ অভিবাসন এবং ফিলিস্তিনি জনগণের অধিকারসহ সাম্প্রতিককালে আন্তর্জাতিকভাবে আলোচিত বিষয়গুলো স্থান পাবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, গণতন্ত্রের ধারা সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলাসহ বাংলাদেশের অর্জিত সাফল্যগুলোও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দশ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার ‘নজির স্থাপন করায়’ প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেবে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বুট্রোস-বুট্রোস-ঘালি এবং ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এর আগে এ পুরস্কার পেয়েছেন। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ‘দূরদর্শী’ নেতৃত্বের কারণে দাতব্য সংগঠন ‘গ্লোবাল হোপ কোয়ালিশন’-এর পরিচালনা পর্ষদ শেখ হাসিনাকে ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ অ্যাওয়ার্ড দেবে।

মন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ‘গ্লোবাল কল অব অ্যাকশন অন ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম’ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের আমন্ত্রণে শরণার্থী বিষয়ক সভায় এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী নিউইয়র্কে যুক্তরাষ্ট্র চেম্বারস অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। এছাড়া নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি