জাকারিয়া আলম দিপুঃ বরিশালে ৪৭ তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল বিভাগীয় স্টেডিয়াম (আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ) রুপাতলী জাগুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বনাম বাকেরগঞ্জের কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান , জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার । এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসা প্রধানগন ।
খেলায় নির্দিষ্ট সময়ে ১-১ গোল হওয়ায়, ট্রাইবেকারে ৪-২ গোলে বাকেরগঞ্জের কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রুপাতলী জাগুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ।