সোমবার , ১০ সেপ্টেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভালো খেলার বিশ্বাস নিয়ে দুবাই গেল বাংলাদেশ দল

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ১০, ২০১৮ ১২:১৫ পূর্বাহ্ণ

ঘরের মাটিতে দুটি এশিয়া কাপের ফাইনালে খেলার সুখস্মৃতি রয়েছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্যও এখনও টাটকা। দল হিসেবে ভালো অবস্থায় থেকেই রোববার সন্ধ্যায় এশিয়া কাপে খেলতে দুবাই গেল বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেমিফাইনালে উঠতে না পারলে বাংলাদেশের এশিয়া কাপ শেষ হয়ে যাবে ২০ সেপ্টেম্বর।

রোববার দুবাইয়ের বিমান ধরার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আত্মবিশ্বাসের কথা বললে, দল হিসেবে খুব ভালো অবস্থানে থেকেই আমরা দুবাই যাচ্ছিছ।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হওয়ার পরও মাহমুদউল্লাহ সেখানে থেকে যান সিপিএলে খেলতে। সিপিএলে এবার বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে তার। সব মিলিয়ে এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী মাহমুদউল্লাহ বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো ক্রিকেট খেলেই আমরা সিরিজ জিতেছি। আর গত এশিয়া কাপটা আমাদের ভালো গেছে। আমরা দুটি এশিয়া কাপের ফাইনাল খেলেছি। তবে এখানে প্রতিটি দলই ভালো। সবাই ভালো ক্রিকেট খেলছে।

জাতীয় দলের এ অলরাউন্ডার আরও বলেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিততে হলে সব ম্যাচেই ভালো খেলতে হবে। সবকিছু চিন্তা করেই মাঠে নামব। আরব-আমিরাতের কন্ডিশন প্রায় আমাদের মতোই। কিন্তু গরম কেমন থাকে সেটাই গুরুত্বপূর্ণ হবে। আমরা পেশাদার ক্রিকেটার, যে কোনো পরিস্থিত মানিয়ে নিতে হবে। বি-গ্রুপে বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ ২০ সেপ্টেম্বর। আফগানদের বিপক্ষে বাড়তি সতর্ক মাশরাফিরা। মাহমুদউল্লাহ বলেন, টুর্নামেন্টে আমাদের স্বস্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আফগানিস্তানসহ সব দলের সঙ্গেই সেরা ক্রিকেট খেলতে হবে।

দুবাইয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মাহমুদউল্লাহর। তিনি বলেন, সেখানে সাকিব, তামিম, মুশফিকও খেলেছে। ওখানকার কন্ডিশন সম্পর্কে আমরা জানি।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি