জনপ্রিয় টিভি অভিনেত্রী তাজিন আহমেদ এবার রাজনীতিতে যুক্ত হলেন। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তা বাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর বিভাগীয় সম্পাদক (সংস্কৃতি বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজিন।
দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ দলীয় গঠনতন্ত্রের ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী এই দায়িত্ব দিয়েছেন। তাজিনের সঙ্গে পারভেজ খানকে যুগ্ম বিভাগীয় সম্পাদক করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুইজন সাংগঠনিক সম্পাদককে মনোনয়ন দিয়েছেন ববি হাজ্জাজ। মনোনীত দুই সাংগঠনিক সম্পাদক হলেন কায়সারুল ইসলাম ও খোকন চৌধুরী।
শেখ সালমান হক রাফায়েলকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এই মনোনয়ন গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হয়েছে।
দললের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
(Visited ৪ times, ১ visits today)