বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জীবনকে সুখী করতে কয়েকটি অতি মূল্যবান কথা

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ১১:৪৫ অপরাহ্ণ

জীবনকে সুখী করতে কয়েকটি অতি মূল্যবান কথা

● যখন আপনার রক্ত সম্পর্কীয়দের পক্ষ থেকে
আঘাত পান, এই বলে মনকে সান্ত্বনা দেবেন, ইউসুফ
(আঃ)-এর সাথে তাঁর আপন ভাইরাও কিন্তু
বিশ্বাসঘাতকতা করেছিলেন ।
● যদি আপনার মাতা-পিতা আপনার বিরোধিতা
করেন, স্মরণ করবেন ইব্রাহীম (আঃ) -কে, যার
পিতা তাঁকে আগুনে নিক্ষেপ করেছিলেন।
● যদি এমন একটা সমস্যাতে আটকে পড়েন যেখানে
উদ্ধার পাওয়া কঠিন, ভুলে যাবেন না ইউনুস (আঃ)
মাছের উদরে কিভাবে আটকে ছিলেন!
● যদি আপনি রোগাক্রান্ত হয়ে কষ্টের জ্বালায়
কাঁদেন, স্মরণ করুন আয়ুউব (আঃ) -র রোগ- দুর্দশা
কিন্তু আপনার অপেক্ষা বহুগুণ বেশী ছিলো ।
● যখন আপনার নামে কেউ অপবাদ ছড়ায়, ভুলবেন
না মা আয়েশা (রাঃ) -ও কিন্তু এমন অপবাদ থেকে
রেহাই পান নি ।
● যদি আপনি একাকীত্ব অনুভব করেন, স্মরণ করুন
আদম (আঃ)-যাকে যাকে নিঃসঙ্গ সৃষ্টি করা
হয়েছিলো ।
● যখন কনো যুক্তি খুঁজে পাবেন না, ভেবে দেখুন
যে নূহ (আঃ) (লোকের চোখে) কনো যুক্তি ছাড়াই
কিন্তু সেই জাহাজটি বানিয়েছিলেন ।
● যদি আপনাকে কেউ বিদ্রূপ বা উপহাস করে
আমাদের নবী (সাঃ)-কেও কিন্তু বহু উপহাস সহ্য
করতে হয়েছে !
● আল্লাহ সুবহানআল্লাহু তা’য়ালা তাঁর নবী
রসুলদের নানা পরীক্ষায় ফেলেছিলেন যাতে
তাঁদের উম্মাহ এবং বংশধররা শিক্ষা গ্রহন করে
আল্লাহর হুকুমের উপর সবর করতে শেখে ।
● আল্লাহ সুবহানআল্লাহু তা’য়ালা যেন আমাদের
সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দেন। আমীন ।

(Visited ৬৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি