মাননীয় জেলা প্রশাসক স্যারের জন্য আমার লেখা ঃ
টাঙ্গাইল জেলার জনগনের ভাগ্যের নির্নায়ক,
আমাদের সম্মানিত জেলা প্রশাসক।
টাঙ্গাইলের উন্নয়নে নিবেদিত যার প্রান,
অসাহায় আর দরিদ্র মানুষের পাশে তিনি সদয় নিষ্ঠাবান।
অন্যায়ের জমদুত তিনি ভালো কাজে সাই,
তাহার মতো জন দরদী এই ভুবনে নাই।
পরিত্যক্ত জায়গায় তিনি করেছেন ডিসি লেক,
আনন্দ আর বিনোদনের মনোরম পরিবেশ।
ভালো কাজ আর সাহসী পদক্ষেপে জুরি নাই যার,
লৌহজং নদী অবৈধ দখল থেকে করেছেন উদ্ধার।
দলমত নির্বিশেষে সবাই হাতে রেখে হাত,
টাঙ্গাইলের আপামর জনতা মিলে কাধে রেখেছেন কাধ।
আন্দোলনে শরীক হয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ,
দ্রুত গতিতে কাজ চলেছে নেই কারো আক্রোশ।
পরিবেশ রক্ষা হবে নদী ফিরে পাবে প্রাণ,
মাননীয় মাহবুব স্যারের ঘাম জড়ানো অবদান।
তাইতো মোরা টাঙ্গাইলবাসী স্যারের কাছে ঋৃনী,
ডিসি স্যারকে পাশে পেলে আমরা সবাই ধন্নী।
লেখা ঃ চাঁদ সুলতানা।
সিনিয়র সহ সভাপতি
প্রিয় টাঙ্গাইল জেলা গ্রুপ।