মঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মাহমুদুল্লাহর ব্যাটে প্লে-অফে সেন্ট কিটস

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ৪, ২০১৮ ১:২৩ পূর্বাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) মনের মতো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেই দেখালেন নিজের ব্যাটিং ঝলক। অপরাজিত থেকে দলকে তোলেন প্লে-অফে। জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় মাহমুদুল্লাহর সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টস। ব্যাট হাতে ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সিপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মাহমুদুল্লাহ। তাতে ছিল ২টি করে চার-ছক্কার মার। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান করে আন্দ্রে রাসেলের তালাওয়াশ। বৃষ্টি আইনে সেন্ট কিটসের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১১৮ রান।

৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে প্যাটরিয়টস। শেষ তিন ওভারে দরকার ছিল ৪৩ রান। নবম ওভারে ২৭ রান তুলে জয় হাতের নাগালে আনেন মাহমুদুল্লাহ ও দক্ষিণ আফ্রিকার ফন ডার ডুসেন। ক্যারিবীয় পেসার ওশেন টমাসের শেষ তিন বলে দুইটি চারের পর ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ। পরের ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ফিরেই আবারো ছক্কা হাঁকান। আর শেষ ওভারের প্রথম বলে ২ রান নিয়ে ম্যাচ শেষ করেন মাহমুদুল্লাহ। ২৪ বলে ৪৫ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ডুসেন। ২৪ বলে ৪১ রানের ইনিংসে ভালো শুরু এনে দেন অধিনায়ক ক্রিস গেইল। এর আগে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিং পেয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয় জ্যামাইকা তালাওয়াশ। বোলিং করেননি মাহমুদুল্লাহ। ৪০ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন রভম্যান পাওয়েল। ওপেনার গ্লেন ফিলিপস ৪০ ও ডেভিড মিলার ৩২ রান করেন। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘দলে অবদান রাখতে পেরে আমি খুশি। শুরু থেকেই আমার লক্ষ্য ছিল বলটা দেখেশুনে মারবো। গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও আমরা জিততে চাই। জয়ের ধারায় থেকেই খেলতে চাই প্লে-অফে।’ সিপিএলের এবারের আসরে ৭ ম্যাচে পাঁচবার ব্যাটিংয়ের সুযোগ পান মাহমুদুল্লাহ। দুই ম্যাচে অপরাজিত থাকেন। আগের ম্যাচগুলোতে আট নম্বর পজিশনে খেলেন তিনি। সবশেষ ম্যাচেই সর্বোচ্চ রান পান মাহমুদুল্লাহ। আর বল হাতে চার ম্যাচে নেন ৩ উইকেট। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দেয়ার আগে সেন্ট কিটসের হয়ে আর একটি ম্যাচ খেলতে পারেন মাহমুদুল্লাহ। হারলেও সেন্ট কিটসের মতো এক ম্যাচ হাতে রেখে প্লে-অফ নিশ্চিত করে তালাওয়াশ। মাহমুদুল্লাহদের জয়ে ৬ দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিলো সেন্ট লুসিয়া স্টারস ও বার্বাডোস ট্রাইডেন্টস। প্লে-অফে ওঠা অপর দুই দল ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগামীকাল ভোর ৪টায় লীগ পর্বে শেষ ম্যাচে বার্বাডোস ট্রাইডেন্টসের মুখোমুখি হবেন গেইল-মাহমুদুল্লাহরা।

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

৩৫তম বিসিএস : নন-ক্যাডারে ২১৬৩ জনকে নিয়োগের সুপারিশ

বাকেরগঞ্জ উপজেলা আঃলীগ সমর্থক গোষ্ঠীর সাধারণ সভায় ৭১ সদস্য কমিটির অনুমোদন

বরিশালের পায়রা সেতু থেকে পড়ে সার্ভেয়ারের মৃত্যু

চিঠি পড়ে হাসপাতালে ট্রাম্পের পুত্রবধু!

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ

উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ

চরফ্যাশনে ১৫ মন জাটকা সহ ২ লাখ মিটরার কারেন্ট জাল ও ২টি ট্রলার জব্দ

বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে বসল আরও একটি স্প্যান

না ফেরার দেশে চলে গেলেন আজকের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী রানা