সাবেক ব্রাজিলীয় সুপারস্টার রোনালদো স্প্যানিশ ক্লাব রিয়াল ভ্যালাডোলিডে কিনে নিয়েছেন। ২৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাবটির অর্ধেকের বেশি মালিকানা নিজের করে নিয়েছেন।
ক্লাবের অধিকাংশ মালিকানা রোনালদোর হওয়াতে ক্লাবের প্রেসিডেন্ট পদে বসা এখন শুধু সময়ের ব্যাপার। বর্তমান প্রেসিডেন্ট কার্লোস সুয়ারেজের স্থালাভিষিক্ত হবেন রোনালদো।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ক্লাবের নতুন মালিক রোনালদোর নাম প্রকাশ করা হয়। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কথাও বলেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো।
সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই যেখানে আমাদের সবাই দেখতে চায়।’
মাত্র এক মাসের আলোচনায় রোনালদোকে ক্লাবের বোর্ডে দেখতে পেরে অনেক আনন্দিত বর্তমান সভাপতি কার্লোস সুয়ারেজ।
জুলাইয়ের শেষের দিকে রোনালদোর ক্লাব কেনা নিয়ে আলোচনা শুরু হয়। ক্লাবটির বর্তমান সভাপতি বলেন, ‘রোনালদো ক্লাবের ৫১ ভাগ মালিকানা কিনতে সক্ষম হয়েছেন। আর এটা হয়েছে জুলাইয়ের শেষের দিকে।’
রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রোনালদোকে স্বাগত জানিয়ে কার্লোস সুয়ারেজ বলেন, ‘তোমার বাড়িতে তোমাকে স্বাগতম।’
খেলোয়াড় হিসেবে রোনালদো দুটি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। এবার ক্লাবের মালিক হয়ে কী করেন, সেটা সময় বলে দেবে।