ট্রাফিক আইন অনুসরণ করে যানবাহন চালানো এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকার সম্মানিত নগরবাসীকে অবহিত করা যাচ্ছে যে, সম্প্রতি মহানগরীর বিভিন্ন রাস্তায় চলাচলরত কিছু কিছু যানবাহনে বিধিবহির্ভূতভাবে অননুমোদিত হাইড্রোলিক হর্ন, হুটার বা বিকন লাইট, গাড়ীতে বিভিন্ন ধরণের স্টিকার, কালো গ্লাস এবং অনটেস্ট মোটর সাইকেল ব্যবহার করা হচ্ছে। এ ছাড়াও মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে চালক ও আরোহী হেলমেট ব্যবহার করছেন না এবং ক্ষেত্র বিশেষে মোটর সাইকেলে দুইয়ের অধিক আরোহী চলাচল করছেন। আইন বর্হিভূত এসব কার্যক্রম বন্ধের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন অনুসরণ করে যানবাহন চালানো এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।