কি বলবে রাজা ?
……. ……….আর-এম
রাত দুপুরে দেয়ালে পিঠ
আমজনতা কতো ঘাম জড়ায়,
তবু রাজা পুলিশ কেন
জনতার বুকে গুলি ছড়ায় ?
আমজনতা কতো ঘাম জড়ায়,
তবু রাজা পুলিশ কেন
জনতার বুকে গুলি ছড়ায় ?
আগুন জড়া বুকে কেন
রক্ত বিনিময়,
চাঁদার বদলে গুলির অনুমতি
রাজা পুলিশকে কে দেয় ?
একদিন যদি সারা বাংলা
রক্তে ভিজে যায়,
বুঝবে রাজা সেদিন তুমি
তোমার জেতাই তোমার পরাজয় ।
(Visited ৭ times, ১ visits today)