রবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নারীর চোখে বাংলাদেশ : বরিশাল ঘুরে দেখলো ভ্রমনকণ্যারা

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২, ২০১৮ ৩:০১ পূর্বাহ্ণ

‘নারীর চোখে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ভ্রমনকণ্যারা স্কুটিতে চেপে ‍পুরো দেশ ঘুরে বেড়াবে আর জানান দিবে নিজের স্বাধীন সত্ত্বার অস্তিত্ব। ধারবাহিকতায় বরিশালে শনিবার (০১ সেপ্টেম্বর) ঘুরে বেড়িয়েছে ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমনকন্যার চার সদস্য। একই সাথে বরিশাল নগরের হালিমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে আলোচনা করেছেন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বাল্যবিবাহ, আত্মপ্রতিরক্ষা, খাদ্য ও ‍পুষ্টি এবং বয়োসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে।

শনিবার দুপুরে বিদ্যালয়ের দ্বিতীয়তলার হলরুমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ছাত্রীদের নিয়ে এই আলোচনায় আগ্রহের কোন কমতি ছিলো না শিক্ষক ও শিক্ষার্থীদের। এরআগে ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমনকণ্যা কর্তৃক আয়োজিত ইভেন্ট, কর্ণফুলী প্রেজেন্টস “নারীর চোখে বাংলাদেশ” এর পঞ্চমধাপের কর্মসূচীর সূচনা হয় ২৭ আগস্ট ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনার থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে। ভ্রমনকণ্যাদের দলটি মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে পটুয়াখালী পৌঁছে পটুয়াখালী কালেক্টরেট বিদ্যালয়ের মেয়েদের সাথে মতবিনিময় করেন। এরপর তাঁরা প্রকৃতির অপরূপ লীলাভূমি সাগরকণ্যা কুয়াকাটায় পৌঁছে আকর্ষনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

পরের দিন বুধবার বরগুনা জেলার বরগুনা আদর্শ মাদ্যমিক বিদ্যালয়ে মেয়েদের সাথে সাথে মতবিনিময় করেন এবং তালতলী উপজেলার বৌদ্ধ মন্দির ও বেতাগী উপজেলার ঐতিহাসিক বিবিচিনি মসজিদসহ উল্লেখযোগ্য স্থানসমূহ পরিদর্শন করবেন। ৩০ আগষ্ট পিরোজপুরের পেয়ারা বাগান, রায়েরকাঠি জমিদার বাড়ি ঘুরে দেখে ভ্রমনকণ্যারা ঝালকাঠি পৌছান। যেখানে গাবখান সেতু, জমিদার বাড়িসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুড়ে দেখেন। ৩১ আগস্ট তাঁরা স্কুটির চাকা ঘুরিয়ে বরিশাল পৌঁছে উজিরপুরের সাতলা- আগৈলঝাড়ার বাঘদা এলাকার শাপলার বিল ঘুরে দেখেন এবং ১ সেপ্টেম্বর হালিমা খাতুন উচ্চ বিদ্যালয়ের মেয়েদের সাথে আলোচনা সভা কেরেন।

 

সভা শেষে মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। যেখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে ২ সেপ্টেম্বর শরীয়তপুর হয়ে সন্ধ্যায় ঢাকায় ফিরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পঞ্চম পর্বের সমাপ্তি করবেন তারা। ভ্রমনকারী দলে রয়েছেন ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমনকন্যার প্রতিষ্ঠাতা ও ডাঃ সাকিয়া হক, প্রতিষ্ঠাতা ও ডাঃ মানসী সাহা তুলি, ব্রাক্ষ্মনবাড়িয়ার নবীনগর এলাকার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস শুভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুরান্ত বর্ষের শিক্ষার্থী শামসুন নাহার সুমা ও ঢাকার বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুশফিকা রহমান নিঝুম। তবে মুশফিকা রহমান নিঝুম শধু পটুয়াখালী ও বরগুনার কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি