সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মঙ্গলবার থেকে ঘরের মাঠে শুরু হবে এশিয়ার এ বৃহৎ ফুটবল প্রতিযোগিতা। সাফ ফুটবলের এবারের আসরে দুটি গ্রুপে সাতটি দল অংশ নিবে।
দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসরের ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও ভুটান। আর ‘বি’ গ্রুপে খেলবে ভারত, শ্রীলংকা ও মালদ্বীপ।
২০ সদস্যের দল: আশরাফুল, সোহেল, তপু বর্মন, বাদশা, নাসির, ফয়সাল, মামুনুল, জনি, ইমন, সোহেল রানা, রবিউল, ফাহাদ, সুফিল, বিপুল, সাদ উদ্দিন, ওয়ালি ফয়সাল, সুশান্ত, বিশ্বনসাথ ও জামাল ভূাঁইয়া।
(Visited ২ times, ১ visits today)