ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আজ মোনাকোতে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। জানা গেল সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে।
টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রয়েছে গ্রুপ ‘জি’ তে। স্প্যানিশ এই ক্লাবের গ্রুপে অন্য শক্তিশালী দল বলতে ইতালিয়ান ক্লাব এ এস রোমা। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে গ্রুপ ‘বি’ তে। একই গ্রুপে আছে অপেক্ষাকৃত শক্তিশালী ইংলিশ ক্লাব টটেনহাম ও ইতালিয়ান ইন্টার মিলান। বর্তমান রানার্সআপ লিভারপুল আছে গ্রুপ ‘সি’ তে। তাদের সঙ্গী নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই। আর রোনালদোর নতুন ক্লাব জুভেন্টাস আছে গ্রুপ ‘এইচ’ এ। একই গ্রুপে আছে রোনালদোর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
(Visited ১ times, ১ visits today)