বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল আনন্দ টিভি পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি সহ সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃস্পতিবার (৩১ই আগস্ট) ‘বরিশাল বিভাগের’ ব্যানারে নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করে।
আনন্দ টিভি বরিশাল বিভাগীয় প্রতিনিধি কাজী আল-আমিনের সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এমআর প্রিন্স, দৈনিক জনকন্ঠ বরিশাল স্টাফ রির্পোটার খোকন আহমেদ হিরা প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে আরো অংশগ্রহন করেন বরিশাল তরুন সাংবাদিক ফোরাম, অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ কর্মীরা।
(Visited ২ times, ১ visits today)