জনপ্রশাসনে ১৫৪ জন যুগ্মসচবিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। বুধবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে যুগ্ম সচিব এবং উপসচিব পর্যায়ে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
জনপ্রশাসনে পর্যাপ্ত পদ না থাকলেও গত কয়েক বছর ধরেই পদোন্নতি দেওয়া হচ্ছে। ফলে পদোন্নতি পাওয়া অনেকেই একধাপ বা দুই ধাপ নিচের পদে চাকরি করছেন।
(Visited ১ times, ১ visits today)