ব্রাজিল আগামী ২ সেপ্টেম্বর প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে। সেখানে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র এবং ১২ সেপ্টেম্বর এল সালভাদরের বিপক্ষে ম্যাচ খেলবে সেলেকাওরা। ব্রাজিলের ওই দলে যোগ হয়েছে রির্কালিসনের নাম।
গত ১৭ আগস্ট ব্রাজিলে কোচ তিতে দল ঘোষণা করেন। সেই দলে জায়গা হয়নি জেসুস, মার্সেলো, ফার্নান্দিনহো, পাউলিনহো, মিরান্দাদের। ছিলেন না রিকার্লিসনও।
তবে অবাক করে দলে ডাক পান ফ্লুমিনেন্স স্ট্রাইকার পেদ্রো। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনিও। তার জায়গায় ডাক পেয়েছেন ২১ বছরের তরুণ স্ট্রাইকার রির্কালিসন।
ব্রাজিলের দলে অবশ্য লিভারপুল স্ট্রাইকার ফিরমিনো আছেন। তবে দলে জায়গা হয়নি বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার নাইন গ্যাব্রিয়েল জেসুস। পেদ্রো ইনজুরিতে পড়লেও বদলি হিসেবে তাকে দলে ডাকেননি ব্রাজিল কোচ তিতে।
রির্কালিসন চলতি মৌসুমে ইভারটনের হয়ে দারুণ ফর্মে আছেন। দলবদলের বাজারে রেকর্ড গড়ে ইভারটনে গেছেন তিনি। দুই ম্যাচে করে ফেলেছেন তিন গোল। তবে এরইমধ্যে একটি লাল কার্ড দেখে ফেলেছেন তিনি।