বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে কচি বাঁশের মাথা ভাঙাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত রেনু বেগম ও তার ছেলে মাসুদকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে।
তেরচর গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে ছালেহিন ও তার লোকজন একই বাড়ির মৃত কালু হাওলাদারের মেয়ে রেনু বেগম ও তার ছেলে মাসুদকে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা জানান, সকালে ছালেহিন তাদের বাঁশ ঝাড়ে গিয়ে কচি বাঁশের মাথা ভাঙা দেখে চরম ক্ষিপ্ত হয় এবং রেনু বেগম ও মাসুদকে অভিযুক্ত করে গালাগাল দিতে থাকে। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছালেহিন ও তার লোকজন রেনু বেগম ও মাসুদকে বেধরক পিটিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বেলা ১২টার দিকে মুলাদী হাসপাতালে ভর্তি করে।
মুলাদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।