নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিনকে পৃথক দুটি মামলায় এক দিন করে রিমান্ডে নিয়েছে র্যাব-১১।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ‘১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ২১ আগস্ট ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশের বরখাস্ত পলাতক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সালাউদ্দিনকে (৩৮) এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা, ডিবি পুলিশের একটি জ্যাকেট, পুলিশের আইডি কার্ড এবং সালাউদ্দিনের ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার।
এর আগে গত ২৩ জুলাই র্যাব-১১-এর একটি দল সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এএসআই সালাউদ্দিনের ভাড়া বাসা থেকে ৫ হাজার ৬০০ ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার টাকা জব্দ করে। এ সময় সালাউদ্দিনের সহযোগী সুমনকে গ্রেপ্তার করে র্যাব। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মামলা করে। ওই মামলার পর থেকে সালাউদ্দিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে এর আগে আরও দুটি মাদকের মামলা রয়েছে।