অবশেষে প্রায় ১৮ মাস পর দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
আজ রোববার (২৬ আগস্ট) দুপুরে বিআরটিএ কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
বিআরটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল সোমবার (২৭ আগস্ট) ম্যাজিস্ট্রেট মনজুরুল হক ও ম্যাজিস্ট্রেট জিয়াউল মীরের নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় ত্রুটিপূর্ণ যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভারদের বিরুদ্ধে অভিযান চালাতে সমস্যা হচ্ছিল। আজ (রোববার) দুপুরে জানানো হয়েছে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমবার (২৭ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগ দেবেন। এছাড়া আরও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য চেষ্টা করা হচ্ছে। এখন যানবাহন ও চালকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।