ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ভয়াবহ বন্যায় রোববার আরো ২৮ লাশ উদ্ধারের পর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪৫ জনে দাঁড়িয়েছে।
সরকারি কর্মকতাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এ খবর জানিয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ মানুষ এখনও ত্রাণশিবিরে রয়েছে। এছাড়া এ পর্যন্ত কমপক্ষে ১৫ জন মানুষ নিখোঁজ রয়েছে।
সরকারি জরুরি ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও পাবলিক প্লেসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই ভিজবন এক টুইট বার্তায় বলেন, কর্মীরা এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার বাড়ি-ঘর পরিষ্কার করেছে। এছাড়া কর্তৃপক্ষ বিদুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।
বাড়ি ফেরত লোকজন বলছেন, বন্যার পানি নেমে গেলেও বাড়িতে সাপের উৎপাত বেড়েছে। সরকার সাপের উৎপাত থেকে নাগরিকদের রক্ষায় বিশেষ কমিটি গঠন করে তৎপরতা চালাচ্ছে।
সরকার বলছে, বন্যায় ১০ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।