সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রস্তুতি পর্বে মুশফিক-সৌম্যের হাফসেঞ্চুরি

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ৬, ২০১৭ ১২:১৬ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে দেশটির ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলছে বাংলাদেশ। রবিবার(০৫ ফেব্রুয়ারি) প্রথমদিনে ব্যাটিং করে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। প্রস্তুতি পর্বে বাংলাদেশের হয়ে এদিন দুটি হাফসেঞ্চুরি পেয়েছেন দুই টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।

হায়দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে টসে জিতে এদিন প্রথমে ব্যাট করতে নামে মুশফিক বাহিনী। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর দলের হাল ধরেন ওয়ানডাউনে নামা ব্যাটসম্যান সৌম্য সরকার। দ্বায়িত্বশীল ব্যাটিং করে বাঁহাতি এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে শেষ পর্যন্ত তিনি সংগ্রহ করেছেন ৭৩ বলে ব্যক্তিগত ৫২ রান।

অপরদিকে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রান করার পাশাপাশি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মুশফিক। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ১০৬ বলে ৫৮ রান। মুশফিকের উইকেটটি তুলে নিয়েছেন ভারতের পক্ষে এদিন সর্বোচ্চ উইকেট শিকারী অনিকেত চৌধুরী।

এই সুবাদে এদিন ৮ উইকেট হারিয়ে ২২৪ রান তোলার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা। মাঠ ছাড়ার আগে ২৩ রানে অপরাজিত থাকেন লিটন দাস, আর তার সঙ্গে ৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন তাইজুল ইসলাম।

জবাব দিতে ৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামবে স্বাগতিক ‘এ’ দল।

 

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি