চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরের একটি অবকাশ কেন্দ্রের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে।
আজ শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ওই হট স্প্রিং রিসর্টে অগ্নিকাণ্ড হয় বলে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
কি কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। শিনহুয়ার এক খবরে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চলছে।
আগুনের সূত্রপাত কিভাবে, তা জানা যায়নি; এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা।
হতাহত ও আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে, জানিয়েছে সিনহুয়া।
হারবিন চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের রাজধানী। বেইজিং থেকে এর দূরত্ব প্রায় সাড়ে ১২শ কিলোমিটার।
চীনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় সাধারণ হয়ে গেছে, সেখানে অগ্নি নিরাপত্তা আইন সঠিকভাবে পালন করা হয় না।
গত এপ্রিলেও দেশটির দক্ষিণাঞ্চলে এক অগ্নিকাণ্ডে ১৮ জন প্রাণ হারিয়েছিল।