সীমান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক ক্রিকেটার ইমরান খান দায়িত্ব নেয়ার পর আবহও পরিবর্তন হতে শুরু করেছে।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রধানমন্ত্রী হওয়ায় বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ভারত-পাকিস্তানের মধ্যকার সমস্যার সমাধান হবে। তারই আভাস মিলছে কেরালার বন্যা ইস্যুতে।
ভারতের কেরালায় এখনো দুর্যোগ কাটেনি। বৃষ্টিতে ভেসে গেছে লক্ষাধিক ঘরবাড়ি। বৃষ্টি থামলেও পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। মৃতের সংখ্যা প্রায় ৪০০। কেরালার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।
পেশোয়ার জালমি পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মানবতার খাতিরে কেরালার মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আমরা। বন্যার কারণে যেভাবে কেরালা বিধ্বস্ত হয়েছে, তাতে আমরা গভীরভাবে দুঃখিত। জালমি ফাউন্ডেশনের মাধ্যমে যে কোনো উপায়ে আমরা সাহায্য করতে প্রস্তুত। বন্যাপীড়িত মানুষের পাশে সব সময়ে আমরা রয়েছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি।
জাভেদ আফ্রিদি টুইটারে আরও লেখেন, পাকিস্তানে নতুন যুগের সূচনা হয়েছে। তবে ভারতের কেরালা থেকে খারাপ খবর এসে পৌঁছেছে। লাখ লাখ মানুষ বন্যার কারণে ঘরহারা। জালমি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ৫০০টি তাবু ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করব।