রবিবার , ২৬ আগস্ট ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ২৬, ২০১৮ ১২:৫৭ পূর্বাহ্ণ

রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে এবং মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে শনিবার সমাবেশ করেছে বাংলাদেশে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা।

ঠিক এক বছর আগে, ২০১৭ সালের ২৫শে অগাস্ট মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়।

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে তারা হত্যা, ধর্ষণ, লুট এবং অগ্নিসংযোগের অভিযোগ করেছেন।

এক বছর আগের এই দিনটিকে ‘রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ বলে বর্ণনা করছেন রোহিঙ্গারা। অনেকে একে ‘কালো দিবস’ বলেও বর্ণনা করেছেন।

সরকারি হিসাবে বাংলাদেশে এখন ১১ লাখের মতো রোহিঙ্গা বসবাস করছে।

শনিবার সকালে উখিয়ার ক্যাম্পে শুরু হওয়া ওই সমাবেশে রোহিঙ্গারা দাবি করেন, তাদের ওপর যে অন্যায় করা হয়েছে, তার বিচার করতে হবে। এজন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য তারা অনুরোধ করছেন।

সমাবেশে অংশ নিয়েছেন উখিয়া এবং টেকনাফের কয়েক হাজার রোহিঙ্গা।

স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপদে বসবাসের সুযোগসহ মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে দেশে ফেরত নেয়ারও দাবি জানান তারা।

তাদের হাতের ব্যানার এবং পোস্টারে লেখা ছিল, ‘নিরাপদে বাড়ি ফিরতে চাই’, ‘বিচার চাই’, ‘রোহিঙ্গাদের আন্তর্জাতিক নিরাপত্তা দরকার’, ‘আমরা বাঙ্গালি নই, রোহিঙ্গা’ ইত্যাদি।

কক্সবাজারের স্থানীয় সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী জানাচ্ছেন, সকাল ৯টায় উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে সমাবেশ শুরু করে।

এক পর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিবিসি বাংলাকে বলেছেন, রোহিঙ্গাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানোর দাবিতে শনিবার সকালে সমাবেশ করেছেন তারা। তারা বলেছে, অন্য দেশে আশ্রিত হয়ে তারা আর থাকতে চায় না।

রোহিঙ্গা নেতারা বলছেন, বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই সমাবেশে, যাতে তাদের নিজের দেশে দ্রুত ফেরত যাওয়ার ব্যবস্থা করা হয়।

রোহিঙ্গা শিশুরা এই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একজন বাসিন্দা কামাল হোসেন (আসল নাম নয়) বলেন, “আমরা আর কতদিন বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকবো। ওই খানে আমাদের জমি আছে, ঘরবাড়ি আছে। আমাদের সেগুলো ফিরিয়ে দিতে হবে। যারা আমাদের ওপর নির্যাতন করেছে তাদের বিচার করতে হবে।”

“আমাদের দেশে আমাদের যেতে দেয়া হোক,” বলছেন স্বামী এবং সন্তান হারানো আছিয়া বেগম।

সমাবেশে অংশ নেয়া জামালিডা বেগম বিবিসি বাংলাকে বলছিলেন, তারা আর ক্যাম্পে থাকতে চান না, নিজেদের দেশ মিয়ানমারে ফেরত যেতে চান, কিন্তু তার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

“তারা আমাদের বাপ-ভাইদের হত্যা করেছে, জেলে ভরে রেখেছে, মেয়েদের ধর্ষণ করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে। আমরা বিশ্ববাসীর কাছে এর বিচার চাই। আমরা এখানে থাকতে চাই না, মিয়ানমারে ফেরত যেতে চাই। কিন্তু আগে আমাদের রোহিঙ্গা পরিচয় দিয়ে নাগরিকত্ব দিতে হবে,” বলেন তিনি।

রোহিঙ্গাদের ফেরাতে এ বছরের জানুয়ারিতে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয়। কিন্তু এরপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েকদফায় বৈঠক হলেও প্রত্যাবাসনে আর কোন অগ্রগতি হয়নি।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
কম্পিউটার দ্রুত চালু না হলে।।

কম্পিউটার দ্রুত চালু না হলে।।

ঝালকাঠিতে উত্তরপত্র সরবরাহের অভিযোগে আটক ৬, একই পরিবারের তিনজনের জেল

বরিশালে কোস্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

ফাগুনে প্রেমিকের সঙ্গে বের হয়ে না ফেরার দেশে মেডিকেল ছাত্রী

একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ

কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি

গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ

র‌্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদকে কে দেশে ফেরত আনা হচ্ছে।।

প্রধানমন্ত্রীর নতুন বই আসছে বইমেলায়।

বরিশালের ১১টি জেলার চেক পোস্টসহ দিবারাত্রি টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে র‌্যাব-৮

ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত : আবার শুরু হচ্ছে মাদক বিরোধী অভিযান