২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখে এক হোটেল থেকে গ্রেফতার হওয়া সাত হোমড়াচোমড়া ফুটবল কর্তার একজন ছিলেন হোসে মারিয়া মারিন। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের এই সাবেক কর্তাকে দুর্নীতির দায়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত।
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রাজিল এএফের প্রধান ছিলেন হোসে মারিন। তার বিরুদ্ধে অভিযোগ, ঘুষ নিয়ে মার্কিন এক প্রতিষ্ঠানের কাছে কোপা আমেরিকার প্রচারস্বত্ব বিক্রি করেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের ফেডারেল কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় মারিনের। ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সঙ্গে যৌথভাবে তদন্ত করে আদালত। সব মিলিয়ে তার দিকে ওঠা সাত অভিযোগের ছয়টিতেই অভিযুক্ত প্রমাণিত হয়েছেন মারিন।
কারাদণ্ডের পাশাপাশি সাও পাওলোর সাবেক গভর্নর ৮৬ বছর বয়সী মারিনকে ১২ লাখ ডলার জরিমানা ও তার ৩.৩৪ মিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। তার স্ত্রীকেও করা হয়েছে অর্থ পাচারের দায়ে অভিযুক্ত। সেই অভিযুক্ত সাতজনের মধ্যে প্রধানতম পেরুর ম্যানুয়াল বুরগার রায় ঘোষণা করা হবে খুব শিগগিরই