রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
সারাদেশের মতই বরিশালে পালিত হলো “দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৭”
“পরিবর্তন চাই” -এর আহ্বানে সারাদেশে আজ ০৪ ফেব্রুয়ারি, শনিবার পালিত হয় “দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৭”
এ উপলক্ষ্যে বরিশালে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান,সচেতনমূলক লিফলেট প্রচার ও সমাবেশ পরিচালিত হয়। অভিযানটি বরিশাল টাউন হল থেকে শুরু করে হিরন স্কায়ার(পাবলিক স্কায়ার) শেষ হয়।
বরিশালের মাননীয় জেলা প্রশাসক ডঃগাজী মোঃ সাইফুজ্জামান মহোদয় বরিশালের এই আয়োজনে নেতৃত্ব প্রদান করেন।
এই আয়োজনে পরিবর্তন চাই” গ্রুপের সঙ্গে অংশ গ্রহন করেন বরিশাল সিটিজেন জার্নালিস্ট , ছাত্রছাত্রী, শিক্ষক,সাংবাদিক সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হোসেন রহমান, আ. জ.ম কামরুল হোসোন বিভাগীয় সমন্বয় কারী পরিবর্তন চাই ( দেশটাকে পরিষ্কার করি) মো. মনিরুল ইসলাম জেলা টিম লিডার (পরিবর্তন চাই) মো. আরিফুল ইসলাম জেলা টিম লিডার ( বি এম কলেজ শাখা),মামুন আর রশীদ নোমানী ( টিম লিডার বরিশাল), বিপিপি এডমিন দিপু হাফিজুর রহমান,দূর্বার তারুণ্য সভাপতি জাকারিয়া আলম দিপু,সাংবাদিক ও টেলিভিশন ব্যাক্তিত্ব এম আর প্রিন্স সহ আরো অনেকে।