ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৮৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার উপজেলার দক্ষিণ পীরপাশা ও সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলার দক্ষিণ বীরপাশা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান (৩৫) ও গাছতলা এলাকার মো. রাজ খানের ছেলে ফারুক খান (৪৫)।
র্যাব জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে দক্ষিণ বীরপাশা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় জাহিদকে গ্রেফতার এবং সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের তল্লাশি করে ৮৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রির ১৮০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।