শুক্রবার , ২৪ আগস্ট ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নিষেধাজ্ঞার মধ্যে ইরানকে আর্থিক সহায়তা দেবে ইউরোপ

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ২৪, ২০১৮ ২:১৭ পূর্বাহ্ণ

মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতি কাটিয়ে উঠতে ইরানকে উন্নয়ন সহায়তার জন্য ১ কোটি ৮০ লাখ ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যার মধ্যে রয়েছে ব্যক্তিগত খাত ও জাহাজ খাত। তেহরান ২০১৫ সালের পারমানবিক চুক্তি বজায় রাখার এ সহায়তা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়।

এটি ইইউ বাজেটে ইরানের জন্য নির্ধারিত ৫০ মিলিয়ন ইউরোর বিস্তৃত প্যাকেজের একটি অংশ। ইইউ ইরানের সঙ্গে বাণিজ্য বজায় রাখার জন্য কাজ করছে।

ব্লক এর পররাষ্ট্র নীতি প্রধান ফেডেরিকা মোগিরিনি এক বিবৃতিতে বলেন, ব্লক ইরানের সঙ্গে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

তিনি বলেন, এই নতুন প্যাকেজ অর্থনৈতিক ও সম্পর্ককে প্রশস্ত করে দেবে যা আমাদের নাগরিকদের সরাসরি সুবিধা হবে।

ইসলামী প্রজাতন্ত্রের ব্যক্তিগত খাতে ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের জন্য ৮ মিলিয়ন ইউরো ব্যয় হবে এবং ইরানের ব্যবসায় উন্নয়ন সংস্থায় সহায়তাসহ।

আরও ৮ মিলিয়ন ইউরো পরিবেশগত প্রকল্প এবং ২ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে মাদকের বিরুদ্ধে।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি