এশিয়াড ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-উত্তর কোরিয়া।এশিয়ান গেমস ফুটবলে অবিশ্বাস্য এক অর্জন বাংলাদেশের ফুটবলের। প্রথমবারের মতো কাতারকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়ে বাংলাদেশ উঠেছে নকআউট পর্বে। বাংলাদেশ থাইল্যান্ড-কাতারকে টপকে গ্রুপ রানার্সআপ হয়ে ইতিহাসে প্রথমবারের মতো চলে গেল এশিয়ান গেমস ফুটবলের নকআউট পর্বে।
২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতারকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ষোলেতে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। র্যাঙ্কিংয়ে যেখানে কাতারের অবস্থান ৯৮ সেখানে উত্তর কোরিয়ার অবস্থান ৮৬। দুইবার বিশ্বকাপ খেলা এই দলটির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
যেহেতু কাতারের মত শক্তিশালী একটি দলকে বাংলাদেশ হারাতে পেরেছে সেহেতু সেই আত্মবিশ্বাস নিয়েই উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
কাগজে-কলমে-শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে উত্তর কোরিয়া। কিন্তু বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ম্যাচে অনেক কিছুই হতে পারে। এখন খেলার আগেই বাংলাদেশ হেরে যায় না। তবে এই ম্যাচে বাংলাদেশের কিছু হারানোর না থাকলেও পাওয়ার আছে অনেক কিছু।