কারাগারে বন্দী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর স্বজনদের সান্ত্বনা দিতে তার বাসায় গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঈদুর আজহার আগেরদিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নান্নুর সিদ্ধেশ্বরীর বাসায় যান তিনি। এ সময় বাসায় মাহবুবুল হক নান্নুর স্ত্রী পারভীন নান্নু ও তার ছেলে তাহাসিনুল হক উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব তাদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরে পারভীন নান্নু বলেন, মহাসচিব আমাদের চিন্তা না করার জন্য বলেছেন। আমাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন দেওয়ান উপস্থিত ছিলেন।
গত ৪ আগস্ট বিকালে বেইলী রোড থেকে নান্নুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি বরিশাল বিএম কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলেন।
(Visited ৩ times, ১ visits today)