বুধবার , ২২ আগস্ট ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রোনালদো নেই, তাই মাঠে ভক্তও নেই!

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ২২, ২০১৮ ১২:২২ পূর্বাহ্ণ

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ বার্নাব্যুতে খেলা মানেই আনাচেকানাচে দর্শকে ঠাসা গ্যালারি। ভক্তরা লস ব্লাংকোস খেলোয়াড়দের সমর্থন দিতেন দর্শকের আসনে বসেন। এবার মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ।

গতকাল রোববার রাতে গেটাফের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচ খেলতে নামে টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মৌসুমের ওপেনিং ম্যাচে বার্নাব্যু দর্শকে ভর্তি থাকবে এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু লা লিগার ১০ বছরের ইতিহাসে গতকালই বার্নাব্যুতে সবচেয়ে কম দর্শক ছিল।

৮১ হাজার আসনের স্টেডিয়ামে দর্শক হয় ৪৮ হাজার। প্রায় অর্ধেক সংখ্যক আসন খালি পড়ে ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো থাকাকালীন গত ৯ বছরে এমনটি কখনো ঘটেনি। রোনালদো রিয়ালে অতীত হয়েছে বেশি দিন হয়নি, কিন্তু তার চলে যাওয়ার প্রভাব ধীরে ধীরে বেশ প্রকাশ্যে আসছে।

এর আগে এমন হয়েছিল ২০০৮ সালের মৌসুমের শেষ খেলায়। বার্সেলোনার কাছে ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ পরাজিত হয় ৬-২ গোলে। বার্সার হয়ে ওই ম্যাচে গোল করেন লিওনেল মেসি ও থিয়েরি হেনরি।

রোনালদোবিহীন রিয়ালের সময় ভালো যাচ্ছে না। লস ব্লাংকোস অধিনায়ক মুখে যতই বলুক কিন্তু মাঠে এর বিরূপ প্রভাব পড়ছে। মৌসুম শুরু হওয়ার আগে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয় রিয়াল। আর গতাকাল রাতে অপেক্ষাকৃত দুর্বল গেটাফের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু করেন রামোস-বেলরা।

রোনালদো জুভেন্টাসে পাড়ি দিলেও রিয়াল এখনো তার জায়গায় কোনো তারকাকে ভেড়ায়নি দলে। এক নেইমারের জন্য টাকার বস্তা নিয়ে ছুটছেন ক্লাব প্রেসিডেন্ট প্যারেজ। ব্রাজিলীয় সুপারস্টারকে দলে নেওয়ার জন্য অন্য কোনো তারকা খেলোয়াড়ের দিকে তাকাননি তিনি। গুঞ্জন আছে নেইমারের জন্য ৩০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি