এতদিন ধরে আলোচনায় ছিল টেস্ট ক্রিকেটের দুই স্তর প্রসঙ্গ। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বাকি দুই ফরমেট, অর্থাৎ ওয়ানডে ও টি২০ ক্রিকেটও। আয়োজনের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে ক্রিকেটের প্রচলিত এসব ফরমেটে। শুক্রবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সভায় এ ধনরনের বেশ কিছু প্রস্তাব দিয়েছে সংস্থাটির প্রধান নির্বাহীরা।
দুবাইতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে প্রস্তাব করা হয়েছে দুই বছরব্যাপী টেস্ট লিগের। যেখানে অ্যাশেজের মতো সিরিজগুলোও এই লিগের অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশসহ প্রথম স্তরে থাকবে নয়টি দেশ। এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দলগুলোকে নিয়ে হবে আরেকটি টেস্ট লিগ। দ্বিতীয় স্তরে যারা ভালো করবে তাদেরকে প্রথমস্তরে অন্তর্ভূক্তির মধ্যদিয়ে বাড়ান হবে টেস্ট দলের সংখ্যা।
এ ছাড়া তিন বছর ধরে ওয়ানডে লিগ আয়োজনের প্রস্তাব করা হয়েছে সভায়। এখানেও দ্বিস্তর বিশিষ্ট কাঠামোর কথা ভাবছে আইসিসি। ১৩টি দল নিয়ে হতে পারে এই লিগ। সহযোগী দেশগুলোকে নিয়ে হবে আরেক লিগ।
আর টি২০ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ায় এখন থেকে এই ফরমেটের বিশ্বকাপটির জন্যে বাছাইপর্ব করার প্রস্তাব দিয়েছে অংশ নেওয়া প্রধান নির্বাহীরা। যেখানে আঞ্চলিক পর্বের বাছাইপর্বে খেলবে সহযোগী দেশগুলো। সেই বাধা পেরোলেই টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।
এদিকে, সব দেশের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে ফিউচার ট্যুর প্লানে (এফটিপি) পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে সভায়।
এসব প্রস্তাব আগামী এপ্রিলে আইসিসি সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে জানা গেছে। যা পাশ হলে ২০১৯ সাল থেকে টেস্ট, ওয়ানডে ও টি২০ আসরগুলোতে তা কার্যকর হবে।