বাল্যবিবাহ প্রতিরোধে নেয়া প্রচারাভিযানের জন্য ইউনিসেফের (জাতিসংঘ শিশু তহবিল) কাছ থেকে পাওয়া দুটি পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক পুরস্কার দুটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী এই বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত প্রচারাভিযানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ইউনিসেফের কাছ থেকে দুটো পুরস্কার পায়।’
তিনি বলেন, ‘অ্যাকুলেড গ্লোবাল ফিল্ম কমপিটিশন ২০১৭ হিউম্যানটেরিয়ান অ্যাওয়ার্ড অব আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এবং অ্যাকুলেড উইনার অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স অ্যান্ড চাইল্ড ম্যারেজ এই দুটি আন্তর্জাতিক পুরস্কার- গত ৩১ জুলাই ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির কাছে হস্তান্তর করা হয়। সেটা আজকে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।’