প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র প্রদর্শনের ঘোষণা দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। রোববার হিজবুল্লাহ এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করবে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আইআএরআই।
গত কয়েক বছর ধরে দেশ রক্ষায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলেও তা এর আগে প্রদর্শন করা হয় নি। তবে ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয় নি।
হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইসলামি প্রতিরোধ বিষয়ক জাদুঘরে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হবে। ক্ষেপণাস্ত্রের সঙ্গে প্রদর্শনীতে কয়েকটি ড্রোনও থাকবে।
এর আগেও গত ৩ আগস্ট ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে কয়েকটি ড্রোন প্রদর্শন করেছে হিজবুল্লাহ।
যে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হবে তা ৩৩ দিনের যুদ্ধের সময়ও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
২০০৬ সালের জুলাইয়ে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয়। ৩৩ দিন পর ১৪ আগস্ট হিজবুল্লাহর বিজয়ের মধ্যদিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে।
২০০৬ সালের পর হিজবুল্লাহ গত বছর লেবাননের আরসাল এবং সিরিয়ার আল কালামুনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে সক্ষম হয়। জাবহাতুন নুসরা ও আইএস ওই দুই এলাকাকে প্রায় তিন বছর ধরে নিজেদের দখলে রেখেছিল।