সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ব্যর্থতা দিয়ে এশিয়াড শুরু বাংলাদেশের

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ২০, ২০১৮ ১:১০ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসে পুরুষ কাবাডির লড়াইয়ে ভারতের কাছে হার দেখলো বাংলাদেশ। গতকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হার দেখে ৫০-২১ পয়েন্টে। আগের আসরগুলোতেও বাংলাদেশকে বেশ বড় ব্যবধানেই হারিয়েছিল ভারত। কিন্তু জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে হারের ব্যবধান যে এত বড় হবে, তা হয়তো ভাবেনি বাংলাদেশ দলের খেলোয়াড়রা। গত ইনচিয়ন এশিয়ান গেমসে বাংলাদেশ ভারতের কাছে হার দেখেছিল ৩০-১৫ পয়েন্টে। পার্থক্য ছিল ১৫ পয়েন্ট।

এবার ২৯ পয়েন্ট পার্থক্যে জিতলো ভারত। মহিলা দলও লজ্জায় ফেলেছে চাইনিজ তাইপের কাছে হেরে। ব্রোঞ্জ ধরে রাখার মিশনে নবাগত দলটির কাছে মালেকারা হেরেছে ৪৩-২৮ পয়েন্টে। শুটিং, সাঁতার, কুস্তি কোনো কিছুতেই ভালো খবর নেই আসরের প্রথম দিনে। এদিকে, এশিয়ান গেমসে এর আগে পুরুষ কাবাডিতে একবারই ভারত এত বেশি পয়েন্ট স্কোর করেছিল বাংলাদেশের বিপক্ষে। ১৯৯০ বেইজিং এশিয়ান গেমসে কাবাডির শুরুর আসরে ভারত জিতেছিল ৫২-১৭ পয়েন্টে। এবারের এশিয়ান গেমস কাবাডিতে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ইন্দোনেশিয়া।
শুটিংয়েও হতাশার দিন
কাবাডি ও সাঁতারের মতো শুটিং রেঞ্জেও ব্যর্থতা দেখিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। পালেমবাং জেএসসি শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে অংশ নিয়ে ৮১৪.৯ স্কোর করে বাংলাদেশ ২২ দেশের মধ্যে হয়েছে ১৩তম। এই ইভেন্টে অংশ নিয়েছিলেন অর্ণব শারার লাদিব ও সৈয়দা আতকিয়া হাসান দিসা। অর্ণব শারার করেছেন ৪০৯.৯ স্কোর আর সৈয়দা আতকিয়া হাসান স্কোর করেছেন ৪০৫.০। ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ ২১ দেশের মধ্যে ১৯তম হয়েছে ৭৩৪ স্কোর করে। এই ইভেন্টে অংশ নিয়েছেন নূর হাসান আলিফ ও আরদিনা ফেরদৌস। নূর হাসান আলিফের স্কোর ৩৬৫ ও আরদিনা ফেরদৌসের ৩৬৯।

২৬ জনে ২৪তম খাদিজা
এসএ গেমসে ডাবল স্বর্ণ জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলাকে বাদ দিয়ে তরুণ তারকা খাজিদা আক্তারকে এশিয়াডে পাঠিয়েছে সাঁতার ফেডারেশন। আর এশিয়াডে খাজিদাও লজ্জায় ফেলেছেন। গতকাল জাকার্তায় মহিলাদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নিয়ে ২৬ জন প্রতিযোগীর মধ্যে ২৪তম হয়েছেন ১৬ বছর বয়সী এই সাঁতারু। জিবিকে অ্যাকুয়াটিক সেন্টারে ২ নম্বর হিটে খাদিজা সবার শেষে সাঁতার শেষ করেন ১:২৭, ২০ মিনিট সময় নিয়ে। হিটে তার গ্রুপে প্রথম হয়েছেন চীনের ইয়ো জিনজিয়াও। খাদিজা গেমসে আরো দুটি ইভেন্টে অংশ নেবেন ২৩শে আগস্ট ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ও ২৪শে আগস্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে। এদিকে, প্রস্তুতির স্বল্পতার কারণে ২০০ মিটার ফ্রি স্টাইলে এন্ট্রি করেও পুলে নামেননি সাঁতারু মাহফিজুর রহমান সাগর। আগামীকাল ৫০ মিটার ফ্রি স্টাইলে এবং পরদিন ১০০ মিটারে অংশ নেবেন এসএ গেমসে সাতটি ব্রোঞ্জ জয়ী এই সাঁতারু।
কুস্তিতেও লজ্জা
এশিয়াডে লজ্জায় ফেলেছেন দুই কুস্তিগীর। গতকাল পুরুষ ৭৪ কেজি ওজন শ্রেণিতে আলী আমজাদ ০-১০ ব্যবধানে হেরেছেন ইরানের হোসেন খান মোস্তফার কাছে। ৮৬ কেজি ওজন শ্রেণিতে শরৎ চন্দ্রের ব্যবধান আরো বেশি। তিনি আফগানিস্তানের ফারুকী আবদুল্লার কাছে হেরেছেন ০-১১ ব্যবধানে। আগামীকাল নারীদের ৬৮ কেজি ওজন শ্রেণিতে লড়াইয়ে নামবেন ইসলামি সলিডারিটি গেমসে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর শিরিন সুলতানা।
বাংলাদেশের খেলা
হকি:
বাংলাদেশ-ওমান (বিকাল ৩টা)
কাবাডি
মহিলা: বাংলাদেশ-ইরান (সকাল ৯.৩০ মিনিট)
পুরুষ: বাংলাদেশ-থাইল্যান্ড (দুপুর ২টা)
শুটিং
পুরুষ: ১০ মিটার এয়ার রাইফেল (আবদুল্লাহ হেল বাকি ও রিসাতুল ইসলাম)
মহিলা: ১০ মিটার এয়ার রাইফেল (উম্মে জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না)
সময়: সকাল ৮.৩০ থেকে ৯.৩০
রোয়িং
ইভেন্ট: লাইটওয়েট স্কাল (আমিনুল ইসলাম মিঠু)

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইচ এম এরশাদ আর নেই

বরিশালে ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক

পদ্মা সেতুর চেয়ে বড় স্প্যান বসবে লেবুখালী সেতুতে

‘জিততে হলে দুই শ ভাগ দিতে হয় বাংলাদেশকে’

১ বোতল বাতাসের দাম ১৩ হাজার টাকা!।।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: বার্নিকাট

দেড় লাখ কোটির টাকার নতুন এডিপি : চূড়ান্ত অনুমোদন রবিবার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় বৃক্ষের চারা রোপন কর্মসূচী

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

আনসার আল ইসলামের সমন্বয়কসহ বরিশালের রাব্বিসহ গ্রেপ্তার ২